October 24, 2021

মেট্রোসিম সিমেন্ট ফ্যাক্টরির জন্য বিভিন্ন জেলা নিয়োগ

বিভিন্ন জেলায় নিয়োগ দেবে রয়েল মেট্রোসিম সিমেন্ট ফ্যাক্টরি। একারেন মেট্রোসিম সিমেন্ট ফ্যাক্টরিতে সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলে চাকরি করতে আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

সিনিয়র এক্সিকিউটিভ, মার্কেটিং অ্যান্ড সেলস পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া প্রার্থীর তিন থেকে ছয় বছর কাজের পূর্ববর্তী অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল হবে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এই তিন জেলায়। এছাড়া এই পদের বেতন নির্ধারন হবে আলোচনা সাপেক্সে।

যে প্রক্রিয়ায় আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ৮ আগস্ট, ২০১৯ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস