January 16, 2021

দুই বোনের দুরন্ত ভিডিও-তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিও)

যেমন শিল্পা তেমনই তাঁর বোন শমিতা শেট্টি। দুইজনেরই জুড়ি মেলা ভার। শিল্পা শেট্টি বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী ৷ একের পর এক সুপাহিট ছবি দর্শদের তিনি উপহার দিয়েছেন ৷ কখনও ম্যায় খিলাড়ি তু আনাড়ি, তো কখনও আও প্যায় করে-সহ একাধিক ছবিতে মন জয় করেছেন ৷ শরীরচর্চা নিয়ে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির আবেগ ও পরিশ্রম যে কী, তা জানেন বি-টাউনের অনুরাগীদের সবাই। এবার বড় বোনের সঙ্গে পাল্লা দিয়ে শরীরচর্চায় মন দিয়েছেন শমিতা শেঠি।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিদির সঙ্গে পাল্লা দিয়ে শরীরচর্চার একটি বিশেষ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শমিতা শেঠি। ভিডিওটি যথারীতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শিল্পা ও শমিতা হাত ধরে একের পর এক স্কোয়াট করে চলেছেন। আর তাঁদের নির্দেশিকা দিয়ে চলেছেন জিম ইন্সট্রাক্টর।

বাকিটা ভিডিওতেই দেখে নিন।