দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ (bd24live.com)-এ জনবল নিয়োগ করা হবে। ডেস্ক এডিটর পদের জন্য নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। পদটিগুলোতে ছেলে/মেয়ে আগ্রহীদের আবেদন করার জন্য আহবান করা হয়েছে।
যোগ্যতা: ডেস্ক এডিটর পদের জন্য বাংলা বানানে দক্ষতা, টাইপিং স্প্রিড ভাল থাকা লাগবে। জাতীয়, রাজনীতি, অর্থনীতি, খেলাধূলাসহ সকল প্রকার সংবাদ এডিটিং করার ভাল দক্ষতা থাকতে হবে। এছাড়া অনলাইনে পাঠক প্রিয় নিউজ তৈরির দক্ষতা থাকতে হবে। বয়স: সর্বচ্চ: ৩৫ বছর।
অন্যান্য সুবিধা: বৎসরে দুই ঈদে, ঈদ বোনাস, প্রভিডেন্ট ফান্ড সুবিধা, বাৎসরিক ছুটি, মাসের ১ তারিখের বেতন প্রদানের প্রতিশ্রুতি।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা আবেদন করতে পারেন ই-মেইলে: jobs@bd24live.com এছাড়া কোন বিষয়ে জানতে ফোন করুন: (০২) ৫৮১৫৭৭৪৪। আবেদনের শেষ তারিখ: ১৫ই সেপ্টেম্বর ২০১৯ইং।