সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আলীবাবা ডোর অ্যান্ড হোম সল্যুশন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
এক্সিকিউটিভ হিসেবে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ৩০ বছর হতে হবে।
বেতন ১৫,০০০-২০,০০০ টাকা। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, বাৎসরিক বেতন বৃদ্ধিসহ উৎসব বোনাস দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২১ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস