January 16, 2021

অফিসার পদে চাকরি দিচ্ছে আড়ং

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ংয়ে ‘অফিসার, অ্যাকাউন্টস’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা খালি (এক) জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে অ্যাকাউন্টিংয়ে স্নাতক/স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা লাগবে কাজের ০২-০৩ বছর। প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছর।

চাকরির সময় ফুল টাইম। প্রার্থীর ধরন (নারী-পুরুষ) উভয় এই। কর্মস্থান যেকোনো স্থান হোতে পারে। বেতন নির্দারিত নাহ আলোচনা সাপেক্ষে বেতন দেয়া হবে। আবেদনকারিরা অনলাইনএ ( www.jagojobs.com ) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০১৯ সাল।